Take a fresh look at your lifestyle.

বরিশালে ১১ প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা

৩৩৮

বরিশালের বাকেরগঞ্জ মেয়াদোত্তীর্ণ ও অতিরিক্ত দামে পণ্য বিক্রির অপরাধে ১১ প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় ও জেলা কার্যালয়।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী, সহকারী পরিচালক ইন্দ্রাণী দাস ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র। অপূর্ব অধিকারী বলেন, মেয়াদোত্তীর্ণ পণ্য, পণ্যর গায়ে নির্ধারিত মূল্য না থাকা ও অতিরিক্ত দামে পণ্য বিক্রির অপরাধে ১১টি প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে স্থানীয় নাগরিকদের মধ্যে ভোক্তা-অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। এ অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।

Leave A Reply

Your email address will not be published.