Take a fresh look at your lifestyle.

মা-বাবার স্মরনে বিনামূল্যে চিকিৎসা দেন ডাঃ আলতাফ মাহমুদ

১৩

 

মা- বাবার স্মরণে বিনামূল্যে চিকিৎসা ও সহায়তা দেন উজিরপুরে ডাঃ আলতাফ মাহমুদ।
প্রতিশুক্রবার বিনামূল্যে নিজ গ্রামে চিকিৎসা সহায়তা দিলেও বছরের এ সময়ে মা – বাবার স্মরণে বিশেষ আয়োজন করে চিকিৎসা প্রদান ও সহায়তা দেন বরিশাল ডায়বেটিস হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাঃ আলতাফ মাহমুদ।

শুক্রবার ৭ নভেম্বর বরিশাল উজিরপুর উপজেলার কচুয়া গ্রামে সকাল ৮ টায় শুরু হয়ে রাত ১০ টা অবদি নিবন্ধন হওয়া মানুষের বিনামূল্যে চিকিৎসা সহায়তা কার্যক্রম চলে। নিবন্ধন করা রোগীদের পরবর্তী শুক্রবার গুলোতেও চিকিৎসা দেয়া হবে।

কচুয়া গ্রামে ডাঃ আলতাফ মাহমুদ হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে নিবন্ধন হওয়া রোগী প্রথমে টোকেন সংগ্রহ করে বিনামূল্যে ব্লাড প্রেসার ও ডায়াবেটিস পরীক্ষা করেন। এরপর ডাঃ আলতাফ মাহমুদ রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন এবং নিদিষ্ট বুথে চিকিৎসা পত্র নিয়ে গেলে বিনামূল্যে ঔষধ সংগ্রহ করেন। এ আয়োজনে খুশি অত্র এলাকার সকল স্তরের জনগণ।

বাবুগন্জ উপজেলা থেকে আসা আলম হোসেন জানান, প্রতি বছর ডাক্তার সাহেব মাইকিং করে জানান এ আয়োজনের কথা, সকালে এসেছি চিকিৎসা ও ঔষধ নিয়ে বাড়ি যাবো আমাকে আসার ভাড়াও দিয়ে দেন।
গ্রামের বৃদ্ধ আবু বকর জানান,এ বিনামূল্যে চিকিৎসা আয়োজনে আমাদের আশেপাশের উপজেলা ও গ্রামের গরিব দুঃখী মানুষ উপকৃত হচ্ছেন, চিকিৎসা ফ্রি হলেও ডাক্তার খুব আন্তরিক ভাবে চিকিৎসা সেবা প্রদান করেন রোগীদের।
চিকিৎসা নিতে আসা রানী জানান, ফ্রি চিকিৎসা সহায়তা পেয়ে আমার খুব উপকার হয়,শহরে গিয়ে চিকিৎসা নিলে অনেক খরচ, গ্রামে বাড়ির কাছে ডাক্তারের চিকিৎসা পেয়েছি,ঔষধ পেয়েছি,ঔষধ খেয়ে আমরা ভালো বুঝি,এটা গরিবের জন্য খুব ভালো।
রুবি আক্তার জানান,গ্রামের বসে ডাক্তারের পরামর্শ ও সহায়তা পাওয়া বিশাল উপকার,এরপর দরকার হলে আমাদের সপ্তাহের যেকোনো শুক্রবার ডাঃ আলতাফ মাহমুদের চিকিৎসা নিতে পারবো।
বরিশাল ডায়বেটিস হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাঃ আলতাফ মাহমুদ এ আয়োজন নিয়ে জানান, ৮ বছর ধরে আমার মা – বাবার স্মরনে তাহমিনা ওয়াজেদ চ্যারিটি মেডিকেল ক্যাম্প আয়োজন করছি,মানুষের কল্যানের জন্য, মানুষের উপকারের জন্য।আসলে পরোপকারে যে এতো তৃপ্তি তা বলে শেষ করা যাবে না।আশাবাদী যতদিন বেঁচে আছি এ আয়োজন অব্যাহত রাখবো।
আলতাফ মাহমুদ আরও বলেন একটা মানুষকে খাবার দেয়া,চিকিৎসা দেয়া,ঔষধ দেয়া হলো এবং রোগ মুক্তি হলো এটা যে শান্তি, এটা পৃথিবীর কোনো কিছুতে নেই।

উজিরপুর উপজেলাসহ বাবুগঞ্জ, গৌরনদীর উপজেলায় মাইকিংকরে চিকিৎসা নেওয়ার জন্য আহবান করা হয়েছে এবং অত্রএলাকার জনগন এখানে চিকিৎসা নিতে আসে এবং দূর থেকে আসা অসহায়দের ভাড়াও সহায়তা করা হয় সাধ্যমত।

আয়োজনের ব্যবস্থাপক ফিরোজ খান জানান, ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরীক্ষা, রক্ত গ্রুপ নির্নয় সেবা,চিকিৎসা সেবা শেষে বিনামূল্যে ঔষধ পেয়ে অত্র অঞ্চলের সকল স্তরের জনগণ খুব উপকৃত হয়।আমাদের ঔষধ বিতরণ জন্য ৩ হাজারের বেশি চিকিৎসা পত্রের ঔষধ ব্যবস্থা রয়েছে। এ আয়োজনে বছর জুড়ে প্রতি শুক্রবার চিকিৎসা সহায়তা প্রদান করেন ডাঃ আলতাফ মাহমুদ।

Leave A Reply

Your email address will not be published.