Take a fresh look at your lifestyle.

সাইফুলস্ কিচেন স্কিল শেফস্ ট্রেনিং ইনস্টিটিউট সনদ বিতরণ

২৮
  • সাইফুলস্ কিচেন স্কিল শেফস্ ট্রেনিং ইনস্টিটিউটের এর প্রথম ব্যাচের শিক্ষার্থীদের কোর্স শেষ হওয়া উপলক্ষে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মাল্টি কুইজিন শেফ কোর্স। এই কোর্সটির সময় ছিলো ১ মাস। সপ্তাহে ২টি করে মোট ১০টি ক্লাস হয়। কোর্সটিতে ৫০ টির বেশি আইটেম শেখানো হয়। কুকিং ও বেকিং এর সমন্বয়ে এই মাল্টি কুইজিন শেফ কোর্সটি সাজানো হয়েছিলো। প্রথম ব্যাচটিতে যারা কোর্স করিয়েছেন, তারা হলো মো: সাইদুর রহমান, মো: এইচ এম মিরাজ, মো: আল-আমিন হোসেন জনি, মিরা দাস, রুবাইয়া আক্তার, সুরাইয়া ইসলাম, তামান্না ফেরদৌসিয়া, হুমায়রা বিনতে মুজিব, সানজিদা আক্তার নিপু ও বুলা দাস।

কোর্সের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন মো: সাইফুল গনি এবং সহকারী পরিচালক ছিলেন মো: নাইমুল হাসান। শেফ (বেকিং সেকশন) পরিচালনা করেন সাইফুলস্ কিচেন স্কিল শেফস্ ট্রেনিং ইনস্টিটিউটের সার্টিফাইড ট্রেইনার & অ্যাসেসর বুলা রানি দাস। শেফ (কুকিং সেকশন) ছিলেন সাইফুলস্ কিচেন স্কিল শেফস্ ট্রেনিং ইনস্টিটিউটের রূপচাঁদা শেফ ২০১০, ২০১৪,২০১৬ সালের ১ম স্থান বিজয়ী মরিয়ম আক্তার সোমা। পরে ১০ জন শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।

Leave A Reply

Your email address will not be published.