Take a fresh look at your lifestyle.

কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় উদযাপিত হয়েছে বৌদ্ধ ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। এ উপলক্ষে কুয়াকাটার শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার সাজানো হয়েছে নতুন সাজে।

আজ রবিবার সকাল থেকেই নতুন পোশাকে সজ্জিত হয়ে এ মন্দিরে সমবেত হয় উপকূলের শত শত রাখাইন নর-নারী। পরে বুদ্ধ পূজা,পঞ্চশীল, অষ্টশীল গ্রহণ, সূত্র পাঠ, সূত্র শ্রবণ ও সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়। এছাড়া পিন্ড দান, বোধি বৃক্ষে জল ঢালা, আহার দান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধর্মীয় আলোচনার মধ্য দিয়ে এ দিনটি উদযাপন করা হয়েছে। এর আগে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এ মন্দিরে গত দুদিন নানা আয়োজন অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন বৌদ্ধ ধর্মালম্বীরা।

কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারের ভিক্ষু উপাধ্যক্ষ ইন্দ্র বংশ বলেন, এই আয়োজন উপলক্ষে ৩৬ জন ভিক্ষু এখানে এসেছেন। নতুন করে আটজন ঠাকুর বেঁধেছেন। দিনটি বৌদ্ধ ধর্মালম্বীদের কাছে অনেক গুরুত্বের এবং সম্মানের। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে পালন করা হয় দিনভর ধর্মীয় রীতি। সজ্জিত করা হয়েছে বৌদ্ধ বিহার এলাকা।

Leave A Reply

Your email address will not be published.