Take a fresh look at your lifestyle.

বরিশালে সাংবাদিকদের মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৪০

বরিশাল নগরীতে আদালত চত্বরের প্রবেশ পথে দুই সাংবাদিককে মারধর, ক্যামেরা ভাংচুর ও মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দিবাগত গভীর রাতে মামলার দুই নম্বর আসামিকে গ্রেপ্তার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।

গ্রেপ্তার আলমাস সরদার বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান জানিয়েছেন, গভীর রাতে নগরীর বান্দ রোড থেকে ছাত্রদল নেতা আলমাসকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে দুই সাংবাদিককে মারধর, ক্যামেরা ভাংচুর ও মোটর সাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ বাদী হয়ে মামলা করেন। কোতয়ালী মডেল থানায় করা ওই মামলায় ১০ জন নামধারী ও অজ্ঞাত আরও ১৩ জনকে আসামি করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.