Take a fresh look at your lifestyle.

বরিশাল নগরীতে সুলভ মূল্যে মাংস-ডিম-দুধ বিক্রি শুরু

১০০

বরিশাল নগরীতে সুলভ মূল্যে মাংস, ডিম ও দুধ বিক্রি শুরু করেছে প্রাণী সম্পদ অধিদপ্তর।

রবিবার থেকে শুরু করা এ কার্যক্রম রমজানের শেষদিন পর্যন্ত চলবে বলে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন।

তিনি জানান, রমজানের শেষ দিন পর্যন্ত নগরীতে ঘুরে ঘুরে বিক্রির জন্য দুইশ কেজি গরুর মাংস, চারশ পিস ডিম ও একশ লিটার করে গরুর দুধ বিক্রি করা হবে। প্রথম দিন একটি গাড়িতে করে নগরীর বাংলা বাজার থেকে শুরু করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে মাংস, ডিম ও দুধ বিক্রি করা হয়েছে। মাংস প্রতিকেজি ৬৫০, ডিম প্রতি হালি ৩৬ টাকা ও দুধ প্রতি লিটার ৮০ টাকা দরে বিক্রি করা হয়। ক্রেতাদের সাড়া পাওয়া গেছে।

এছাড়াও সোমবার থেকে নথুল্লাবাদ, আমতলা মোড় ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্রি করা হবে।

Leave A Reply

Your email address will not be published.