Take a fresh look at your lifestyle.

বরিশালে ডাকাত সন্দেহে গ্রেফতার ৬ ‘যাত্রী’র মুক্তি চেয়ে বিক্ষোভ

২১

বরিশালের মেহেন্দিগঞ্জের তেতুলিয়া নদীতে ডাকাত সন্দেহে গ্রেফতার ৬ ব্যক্তিকে ট্রলারের ‘যাত্রী’ দাবি করে তাদের মুক্তি চেয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শনিবার (২২ মার্চ) দুপুরে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন হয়।

এসময় বক্তৃতা দেন, স্থানীয় বাসিন্দা আবদুল মান্নান শেখ, আবু তালেব কাজী, নূর নবী ফকির, মিন্টু মৃধা।
আবু তালেব কাজী বলেন, গত ১৯ মার্চ রাত ১০টায় মেহেন্দিগঞ্জের ১৪ নম্বর শ্রীপুর ইউনিয়ন সংলগ্ন তেতুলিয়া নদীতে মাছের ট্রলার ডাকাতি করছিল ভোলার জলদস্যুরা। তখন এলাকাবাসীর ডাকচিৎকারে এগিয়ে আসে টহলরত নৌবাহিনীর সদস্যরা। একই সময়ে তেঁতুলিয়া নদীর শ্রীপুর ঘাট থেকে গাগুরিয়া ঘাটের উদ্দেশ্যে ৩০ জনের মত যাত্রী নিয়ে ট্রলার ছাড়েন আনোয়ার মাঝি। যাত্রীবাহী ট্রলারটি মাঝ নদীতে অবস্থানকালে ডাকাত সন্দেহে তখন নিরীহ ৬ যাত্রীকে ধরে নিয়ে যায় নৌ-বাহিনী ও কোস্টগার্ড। ফলে ডাকাত সন্দেহে গ্রেফতার মামুন মোল্লা, পান্নু মোল্লা, নাজমুল হাওলাদার, মোঃ জুয়েল শেখ, আনোয়ার হোসেনসহ আরও একজন যাত্রী ভোলা কারাগারে দুর্বিসহ দিন কাটাচ্ছে। পাশাপাশি তাদের পরিবার চরম দুর্ভোগে অর্থসংকটে দিন কাটাচ্ছে। তাই অবিলম্বে তাদের মুক্তি দাবি করছি।
কোস্টগার্ড দক্ষিণ জোনের (ভোলা) মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট কমান্ডার এইচএমএম হারুন অর রশিদ বলেন, ওই এলাকায় নিয়মিত ডাকাতির খবরে আমরা জেলে সেজে অভিযান পরিচালনা করি। তখন জলদস্যুরা ৮ থেকে ১০টি ট্রলার আমাদের উপর হামলা করে। এসময় একটি ট্রলার থেকে ৫ ডাকাতকে গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.