কমিউনিটি পুলিশিং বরিশাল জেলার কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটির কার্যকরী পরিষদের (প্রথমাংশ) এর প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করবেন বরিশাল জেলা প্রশাসক, প্রধান উপদেষ্টা বরিশাল পুলিশ সুপার ও প্রধান সমন্বয়ক বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) দায়িত্ব পালন করবেন।
এছাড়াও কার্যকরী পরিষদের (দ্বিতীয়াংশতে) দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার প্রকাশক-সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদকে সভাপতি ও সরকারী সৈয়দ হাতেম আলী কলেজ’র অধ্যক্ষ প্রফেসর মো: হারুন-অর-রশিদ হাওলাদারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। গত ১০ ফেব্রুয়ারী বরিশাল জেলা পুলিশ সুপার মো: শরিফ উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়াও কমিটির সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মো: মোতালেব হোসেন, দপ্তর সম্পাদক পদে হালিমা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোসা: মাসুদা বেগম (দাবাড়ু), প্রচার সম্পাদক ইন্ডিপেনডেন্ট টেলিভিশন’র বরিশাল ব্যুরো চীফ মো: মুরাদ আহমেদ, অর্থ সম্পাদক অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মো: আব্দুর রব হাওলাদার, মহিলা বিষয়ক সম্পাদক বরিশাল জিলা স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক পাপিয়া জেসমিন, নির্বাহী সদস্য হিসেবে দায়িত্বে রয়েছেন হোমিওপ্যাথিক বিশেষজ্ঞ ডা: কবিউল করিম জিলু, এডাব এর নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের আহবায়ক মো: শহিদুল ইসলাম শাহেদ, বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক সাব্বির হোসেন সোহাগ, আভাস এর নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক লাবন্য রহমান।
কমিটির উপদেষ্টা পরিষদে বাকেরগঞ্জ থানায় ব্যবসায়ী মো: নাসির উদ্দিন জমাদ্দার, বাবুগঞ্জ থানায় ওয়াহিদুল ইসলাম প্রিন্স, বানারীপাড়া থানায় মো: শাহ আলম মিয়া, উজিরপুর থানায় মো: সরফুদ্দিন আহমেদ, গৌরনদী থানায় সৈয়দ সরোয়ার আলম, আগৈলঝাড়া থানায় অধ্যাপক আবদুল হালিম, কাজিরহাট থানায় এবিএস খান স্বপন, মুলাদী থানায় অধ্যাপক মো: শরিয়তউল্লাহ, হিজলা থানায় আলহাজ্ব মো: আ: গাফ্ফার তালুকদার ও মেহেন্দীগঞ্জ থানায় দায়িত্ব পেয়েছেন মো: গিয়াসউদ্দিন দিপেন।