Take a fresh look at your lifestyle.

বরিশালে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র

১৮২

বরিশালের হিজলা উপজেলায় রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি একটি রিভলভার উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কাউরিয়া স্কুল এন্ড কলেজের সামনে রাস্তার পাশ থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।

এ তথ্য নিশ্চিত করে হিজলা থানার ওসি আবুল কালাম আজাদ জানিয়েছেন, সকালে এক কলেজছাত্র রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা রিভলবারটি দেখতে
পায়। খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করেছে।

ওসি আরও বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.