Take a fresh look at your lifestyle.

গুচ্ছে থাকার সিদ্ধান্ত বরিশাল বিশ্ববিদ্যালয়

৩১

নিজস্ব পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া বাতিল করে গুচ্ছে থাকার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)।

বৃহস্পতিবার ৪৯তম একাডেমিক কাউন্সিল সভায় গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় থাকার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়টি।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম।

এ বছর থেকে নিজস্ব পদ্ধতিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলেও শেষমেষ সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে বরিশাল বিশ্ববিদ্যালয়।

রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম জানান, যেহেতু গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় থাকার জন্য সরকার ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চাচ্ছে, সেজন্য আমরা গুচ্ছে থাকার সিদ্ধান্ত নিয়েছি। অন্য বিশ্ববিদ্যালয়গুলোও গুচ্ছে থাকবে। গতকাল আমাদের একাডেমিক কাউন্সিলে আলোচনা হয়েছে। সবাই বলেছেন সরকার চাইলে আমরা সে সিদ্ধান্ত উপেক্ষা করতে পারি না। তাছাড়া অন্য বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছে থাকার সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে গত ২১ জানুয়ারি রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৪৮তম জরুরি সভায় বিশ্ববিদ্যালয় চলতি শিক্ষাবর্ষ থেকে গুচ্ছ পদ্ধতির ভর্তি প্রক্রিয়ায় অংশ নেবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়। গুচ্ছ থেকে বেরিয়ে আসার মাত্র ১৫ দিনের মাথায় আবারও গুচ্ছে থাকার সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয়টি।

Leave A Reply

Your email address will not be published.