Take a fresh look at your lifestyle.

ফরচুন বরিশালের নতুন ধামাকা নিশাম

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে বিপিএল শুরু করা ফরচুন বরিশাল আরও এক শিরোপার দ্বারপ্রান্তে। চিটাগং কিংসকে হেসেখেলে হারিয়ে সবার আগে ফাইনালে পা রেখেছে দলটি। এখন প্রত্যাশা আর একটি ম্যাচ জিতে লঞ্চে করে শিরোপা নিয়ে বরিশালে ফেরা। আর সেই ম্যাচে মাঠে নামার আগে নতুন ধামাকা নিয়ে হাজির হয়েছে দলটি।

শিরোপা নির্ধারণী ম্যাচের আগে নিজেদের শক্তি আরও বাড়িয়েছে দলটি। নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার জিমি নিশামকে উড়িয়ে আনছে ফ্র্যাঞ্চাইজিটি। পরীক্ষিত দেশি ক্রিকেটারদের সঙ্গে কাইল মায়ার্স, ডেভিড ম্যালানরা যোগ দিয়েছেন আগেই। এবার নতুন করে তার সঙ্গে যোগ হয়েছেন নিশাম। যা বার্তা দেয় শিরোপা ধরে রাখতে প্রস্তুত ফ্র্যাঞ্চাইজিটি।

নিশামকে দলে নিলেও তাকে কার জায়গায় খেলাবে বরিশাল। সেটা নিয়ে অবশ্য প্রশ্ন আছে। কেননা, সবশেষ ম্যাচে দলটির চার বিদেশি ডেভিড ম্যালান, কাইল মায়ার্স, মোহাম্মদ নবী ও মোহাম্মদ আলী ছিলেন সফল। ৫ উইকেট নিয়ে আলী ম্যাচসেরা। অন্যদিকে মাত্র ৮ ম্যাচ খেলেই ১৫৭ স্ট্রাইক রেটে ম্যালান করেছেন ৩১৫ রান। চিটাগংয়ের বিপক্ষে কাল ২২ বলে ৩৪ রান করে অপরাজিত ছিলেন এই ইংলিশ ব্যাটসম্যান। কাজেই ম্যালানকে নিয়েও প্রশ্ন নেই।

অন্যদিকে মায়ার্স ৪ ওভারে ২৭ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। ৫ ইনিংসে ব্যাটিং করে রানও করেছেন ১৬৩, স্ট্রাইক রেট ১৮০–এর বেশি। নিশাম পেস বোলিং অলরাউন্ডার হওয়ায় মায়ার্সের জায়গাতেই খেলার কথা। তবে সেটি নাও হতে পারে। বাদ পড়তে হতে পারে নবীকে। কেননা, ১০ ম্যাচে মাত্র ৬৩ রান ও ৮টি উইকেট নিয়েছেন নবী। কাজেই বাকিদের দিকে তাকালে নবীর বাদ পড়ার সম্ভাবনাই বেশি।

তাছাড়া গত মৌসুমে বিপিএল রংপুরের হয়ে খেলেছেন নিশাম। মিরপুরে ৯৭ রানের দুর্দান্ত একটি ইনিংসও আছে তার। সেই তাকেই এবার ফাইনালের জন্য উড়িয়ে এনেছে ফ্র্যাঞ্চাইজিটি।

Leave A Reply

Your email address will not be published.