Take a fresh look at your lifestyle.

শেবাচিম হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান

১০

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ভবন সংলগ্ন এলাকা পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে অভিযান চালিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার বেলা সাড়ে ১১টায় হাসপাতালের পরিচালকের নেতৃত্বে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এ কার্যক্রম পরিচালনা করে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের মেডিসিন ভবন সংলগ্ন গেটের দুই পাশে গড়ে উঠেছে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান। ওই ব্যবসা প্রতিষ্ঠানের ময়লায় আটকে যাচ্ছে সেখানকার ড্রেন। এমনকি ওয়ার্ডের পার্শ্ববর্তী এলাকাও ময়লায় সয়লাব হয়ে থাকছে। স্বেচ্ছাসেবী সংগঠন বিডিক্লিনের সদস্যদের নিয়ে ময়লা-আবর্জনা পরিস্কার করা হয়েছে।

এ সময় দোকাদারদের ময়লা-আবর্জনা ফেলতে নিষেধ করেছেন হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর। ভবিষ্যতে ময়লা-আবর্জনা ফেলা হলে দোকান উঠিয়ে দেয়ার হুঁশিয়ারি দেন তিনি।

হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুুনীর বলেন, কাজটি করার উদ্দেশ্য হচ্ছে সবাইকে সচেতন করা। এখানে যারা দোকানী রয়েছেন তাদের কারণে ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে। তাদেরকে সাবধান করা হচ্ছে কোনভাবেই যেন ময়লা না ফেলা হয়। একই সাথে ভবনের প্রতিটি ওয়ার্ড পরিস্কার-পরিচ্ছন্ন রাখার জন্য মেশিন ক্রয় করার কথা জানিয়েছেন পরিচালক।

Leave A Reply

Your email address will not be published.