সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৪ দশক পূর্তিতে বরিশালে ছাত্র সমাবেশ ও লাল পতাকার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় নগরের অশ্বিনী কুমার হল চত্বরে সমাজতান্ত্রিক ছাত্র ফন্ট বরিশাল মহানগর শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তারা বলেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সূচনালগ্ন থেকে একটি সর্বজনীন, বিজ্ঞানভিত্তিক -সেক্যুলার, একই পদ্ধতির গণতান্ত্রিক, বৈষম্যহীন শিক্ষা দাবি করে আসছে। ৬২’র শিক্ষা আন্দোলন থেকে ২৪ এর গণঅভ্যুত্থান পর্যন্ত শিক্ষার্থীরা রাজপথে রক্ত ঝরিয়েছে একটি বৈষম্যহীন শিক্ষার দাবিতে। তথাপি আজও শিক্ষার্থীদের আকাঙ্ক্ষিত শিক্ষা ব্যবস্থা রাষ্ট্রের কোনো শাসক পূরণ করতে পারেনি। গত জুলাই-আগস্টের চেতনা ছিল একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা। অথচ তার প্রতিফলন আমরা আজও দেখছি না। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সংস্কার কমিশন গঠন করা হলেও গঠিত হয়নি শিক্ষা সংস্কার কমিশন। এখন পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পারেনি সরকার। ফলে শিক্ষা ঠিক আগের মতো উপেক্ষিতই রয়ে গেছে।
বক্তারা সমাবেশ থেকে দ্রুত সংস্কার কমিশন গঠন করার দাবি জানান। একইসঙ্গে শিক্ষাকে সাম্প্রদায়িকতা মুক্ত রাখার জন্য বিজ্ঞানভিত্তিক, একই পদ্ধতির, সেক্যুলার শিক্ষার দাবি জানান।
নেতৃবৃন্দ আরও বলেন, শিক্ষা মানুষের মৌলিক অধিকার তাই এর আর্থিক দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। সবার জন্য শিক্ষা নিশ্চিত করা ছাড়া একটি বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা তথা বৈষম্য নিরসন করা সম্ভব না। তাই টাকা যার শিক্ষা তার এই নীতি থেকে রাষ্ট্রকে সরে এসে সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে হবে। জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের উপর পুলিশি হামলা স্বৈরাচারী আচরণের বহিঃপ্রকাশ।
নেতৃবৃন্দ এই হামলার তীব্র নিন্দা জানান এবং শিক্ষকদের সমাজে সামাজিক মর্যাদা এবং তাদের অর্থনৈতিকভাবে সচল রাখতে তাদের বেতন বৃদ্ধি করার দাবি তোলেন।