Take a fresh look at your lifestyle.

উদীচী বরিশালের সভাপতি বিশ্বনাথ,সম্পাদক শাহেদ

৯৩

এ্যাডভোকেট বিশ্বনাথ দাশ মুনশী সভাপতি ও মোঃ শাহেদকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা সংসদের কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার ১৭ জানুয়ারি দিনব্যাপী ২১ তম সম্মেলনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।
‘আমরা তো লড়ছি সমতার মন্ত্রে; থামবো না কখনোই শত ষড়যন্ত্রে’ এই স্লোগানে উদীচী ব‌রিশাল জেলা সংসদের ২১তম সম্মেলন ও সাধারন সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১০ টায় বরিশাল রজনীগন্ধা ক‌মিউনি‌টি সেন্টা‌রে অনুষ্ঠান নেন বিভিন্ন সুধীজন, জেলা সংসদসহ অন্যান্য সাংস্কৃ‌তিক সংগঠ‌নের নেতাকর্মীবৃন্দ।
ব‌রিশাল সংসদের সভাপতি সাইফুর রহমান মির‌নের সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধন করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান। সংগঠ‌নের সাধারন সম্পাদক স্নেহাংশ কুমার বিশ্বাস সঞ্চলনায় বক্তব‌্য রা‌খেন, ‌সাংকৃ‌তিক ব্যক্তিত্ব আইনজীবী মান‌বেন্দ্র বটব্যাল, সাংস্কৃ‌তিক সংগঠন সমন্বয় পরিষ‌দের সভাপ‌তি শুভংকর চক্রবতী, শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে, সাংস্কৃ‌তিক সংগঠন সমন্বয় পরিষ‌দের সা‌বেক সভাপ‌তি নজরুল ইসলাম চুন্নু, বরিশাল নাটকের সভাপতি কাজল ঘোষ, ল,বিশ্বনাথ দাস মুনশী,সু‌খেন্দু শেখর হালদার, সাংস্কৃ‌তিক সংগঠক মিন্টু কুমার কর প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় অ‌ধি‌বেশ‌নে সাংগঠনিক অধিবেশন শেষে নির্বাচনী কমিটির মাধ্যমে এ্যাডভোকেট বিশ্বনাথ দাশ মুনশী সভাপতি ও মোঃ শাহেদকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা কমিটি ঘোষণা করেন এ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল।

Leave A Reply

Your email address will not be published.