Take a fresh look at your lifestyle.

বরিশালে আবারও গ্রেনেড

১৪৪

বরিশাল নগরী থেকে একটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

দুপুরে নগরীর ফরেস্টার বাড়ির পোল এলাকায় ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টারের ভিতরে সাউন্ড গ্রেনেডটি পাওয়া যায়।

মেইল প্রসেসিং সেন্টার অফিসের পরিছন্নতাকর্মী সকালে অফিসের ঘাস ও লাতাপাতা পরিস্কার করতে গিয়ে টিয়ারসেল হ্যান্ড গ্রেনেডটির সন্ধান পান। পর ৯৯৯ এ খবর দিলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে এসে অবস্থান নেন। এর আগে গত সোমবার একই ভাবে আরও একটি টিয়ারসেল হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছিলো।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার নাফিছুর রহমান বলেন, সেনাবাহিনীর গ্রেনেড ডিসপজাল টিম এসে এ বিষয়ে ব্যবস্থা নিবে। এর আগে যে একটি টিয়ারসেল হ্যান্ড গ্রেনেজটি উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছিল। এ এলাকায় আরও কিছু পাওয়া যায় কিনা খুঁজে দেখা হচ্ছে। টিয়ারসেল হ্যান্ড গ্রেনেড গুলো কাদের এ বিষয়ে জানতে তদন্ত চলছে।

Leave A Reply

Your email address will not be published.