Take a fresh look at your lifestyle.

রমজানে ব্যাংকে লেনদেন চলবে ৫ ঘণ্টা

৭২৪

পবিত্র রমজান মাসের প্রথম দিন থেকে ব্যাংকে লেনদেন চলবে ৫ ঘণ্টা। লেনদেন করা যাবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত।

মঙ্গলবার (৫ মার্চ) বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পবিত্র রমজান মাসে বাংলাদেশে কার্যরত সকল ব্যাংক কোম্পানির অফিস ও লেনদেনের সময়সূচি সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত চলবে।

তবে দুপুরে যোহরের নামাজের বিরতি থাকবে বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত। আনুষঙ্গিক কাজকর্ম সম্পন্ন করার জন্য ব্যাংক খোলা থাকবে বেলা ৪টা পর্যন্ত। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।

পবিত্র রমজান মাসের পর ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি রমজান-পূর্বাবস্থায়
ফিরে আসবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ মার্চ থেকে মুসলমানদের সিয়াম সাধনার পবিত্র রমজান মাস শুরু হওয়ার কথা রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.