Take a fresh look at your lifestyle.

বরিশালে ডায়াগনস্টিক সেন্টার ও রেস্টুরেন্টে অভিযান

১৯২

বরিশালে দুটি ডায়াগনস্টিক সেন্টার এবং একটি খাবার হোটেলে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত বরিশাল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারীর নেতৃত্বে নগরের পেয়ারা রোড ও গীজ্জামহল্লা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

মেয়াদোত্তীর্ণ সামগ্রী রাখাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে মডার্ন মেডিকেল সার্ভিসেসসহ দুটি ডায়াগনস্টিক সেন্টারকে ২৭ হাজার টাকা এবং  গির্জা মহল্লা রোডে হোটেল আল জামিয়াকে অপরিচ্ছন্নতা, খাবারে ভেজাল এবং বাসি খাবার বিক্রির অভিযোগে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।  

এ সময় অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস এবং কোতয়ালি মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারী।

Leave A Reply

Your email address will not be published.