Take a fresh look at your lifestyle.

নগরে নকশা ছাড়া ভবন, বিসিসির জরিমানা

২৫০

বরিশাল নগরে নকশা ছাড়া ভবনের অবকাঠামোর মতো করে দ্বিতল টিনশেড ঘর নির্মাণ করায় ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ভবনটিতে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি বরিশাল জেলা শাখার কার্যক্রম চালানো হচ্ছিলো।

সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে নগরের সদর রোডে এ অভিযানের নেতৃত্ব দেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদ জুয়েল।

এ সময় বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)’র ভেটেরিনারি  চিকিৎসক রবিউল ইসলাম, সড়ক পরিদর্শক মোস্তাফিজুর রহমান বাবু উপস্থিত ছিলেন।

বিসিসির রোড ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান বাবু জানান, তারা প্ল্যান পাস না করেই অবৈধভাবে ভবন নির্মাণ করেছিলো। তাই অভিযান পরিচালনা করে বিচারক ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। এছাড়া সংগঠনটি পরবর্তীতে বিসিসি থেকে প্ল্যান পাস করে নেবে বলে জানিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.