Take a fresh look at your lifestyle.

১৫ বছর পরে বরিশাল পলিটেকনিকে ছাত্রশিবিরের নবীন বরণ

৩৮

দীর্ঘ ১৫ বছর পর বরিশাল সরকারি পলিটেকনিক ইনষ্টিটিউটে নবীন বরন অনুষ্ঠান করেছে ইসলামী ছাত্র শিবির। শনিবার সকালে ইনষ্টিটিউটের মাঠে ২০২৪-২৫ সেশনের নতুন শিক্ষার্থীদের বরনে অনুষ্ঠান করে তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ।
ছাত্রশিবির বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের সভাপতি সভাপতি মো. রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বরিশাল মহানগরের সভাপতি রিয়াজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের বরিশাল মহানগরের সাবেক সভাপতি শেখ নেয়ামুল করিম, সগীর বিন সাঈদ, সাবেক শিক্ষা সম্পাদক প্রকৌশলী মিজানুর রহমান ফারুক, বরিশাল মহানগর সেক্রেটারি হাসান মাহমুদ নাঈম, বরিশাল বিশ্ববিদ্যালয় সভাপতি আমিনুল ইসলাম ও বরিশাল পলিটেকনিকের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান।

আরও উপস্থিত ছিলেন বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আহবায়ক জুবায়ের হোসেন জুয়েল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর এর যুগ্ম আহবায়ক আইয়ুব নবী, ইসলামী ছাত্র আন্দোলন পলিটেকনিক ইনস্টিটিউট সভাপতি জহিরুল ইসলাম জিহাদ।

অনুষ্ঠানে উপস্থিত নবীন শিক্ষার্থীদের উপহার সামগ্রী প্রদান ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

Leave A Reply

Your email address will not be published.