Take a fresh look at your lifestyle.

সবাইকে সাথে নিয়ে প্রেসক্লাবের উন্নয়ন, ঐতিহ্য এবং সুনাম রক্ষায় কাজ করার অঙ্গিকার

১৬

 

 

নিজস্ব প্রতিবেদক।।
ঐতিহ্যবাহী বরিশাল প্রেসক্লাব নির্বাচনে নব-নির্বাচিত নেতৃবৃন্দের অভিশেক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় নব-নির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম খসরু ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন বিদায়ী কমিটির সভাপতি কাজী আল মামুনসহ বিদায়ী নেতৃবৃন্দ। এছাড়া বিদায়ী সভাপতি কাজী আল মামুনসহ বিদায়ী অন্যান্য নেতৃবৃন্দকে ফুল দিয়ে বিদায় সংবর্ধনা জানন নবনির্বাচিত নেতৃবৃন্দ। পরে নব-নির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম খসরু’র কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী সভাপতি কাজী আল মামুন।
পরে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে নেতৃবৃন্দ প্রেসক্লাব এবং সাংবাদিকদের উন্নয়নে বছরব্যাপি দপ্তর ভিত্তিক বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি ক্লাবের ঐতিহ্য এবং সুনাম রক্ষায় সকলকে সঙ্গে নিয়ে কাজ কারার আশাবাদ ব্যক্ত করেন নব-নির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম খসরু ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ নব-নির্বাচিতরা।
এর আগে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষে কার্যকরী সংসদের বিদায়ী কমিটির সমাপনী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সংসদের সভাপতি কাজী আল মামুন। সভা পরিচালনা করেন বিদায়ী এবং পুন.নির্বাচিত সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন। সভায় পূর্ববর্তী মাস এবং বছরের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বরিশাল প্রেসক্লাব নির্বাচন ২০২৫-২৬ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার, জ্যেষ্ঠ সাংবাদিক সাইফুর রহমান মিরণ, বিদায়ী কমিটির সহ-সভাপতি পুলক চ্যাটার্জি, কার্যকরী সংসদের সদস্য তপংকর চক্রবর্তী, কমল সেনগুপ্ত প্রমুখ।
এসময় সিনিয়র সদস্য নাসিমউল আলম, বীরেন সমাদ্দার, গোপাল সরকার, ফিরদাউস সোহাগ, গিয়াসউদ্দিন সুমন, জিয়া শাহিন, মিজানুর রহমান, আযাদ আলাউদ্দিন, এম মিরাজ হোসাইন, নিকুঞ্জ বালা পলাশ, বেলায়েত বাবলু, সাঈদ মেমন, জে খান স্বপন, শাহে আলম, মাহামুদুন্নবী, কাওসার হোসেন, রেহমান আনিছ, এম. লোকমান হোসাইন, কাজী আব্দুল্লাহ আল ফাহাদ রাব্বি, শাহিন সুমন, সাগর বৈদ্য, মুশফিক সৌরভ, আল আমিন জুয়েল, এম সুহাদ প্রমুখ।
এর আগে বিদায়ী এবং নব-নির্বাচিত নেতৃবৃন্দর কাছে নির্বাচনকালীন আয়-ব্যয়ের হিসাব হস্তান্তর করেন প্রধান নির্বাচন কমিশনার সাইফুর রহমান মিরণ ও নির্বাচন কমিশনার নাসিমুল হক।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৪ ডিসেম্বর বরিশাল প্রেসক্লাব দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আমিনুল ইসলাম খসরু, হুমায়ুন কবির ও এসএম জাকির হোসেন প্যানেল বিপুল ভোটে বিজয়ী হন। নির্বাচনে প্রথম বারের মত সভাপতি নির্বাচিত হন দৈনিক সংগ্রামের ব্যুরো প্রধান অধ্যাপক আমিনুল ইসলাম খসরু। এছাড়া টানা চতুর্থ বারের মত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এসএম জাকির হোসেন।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন, সহ-সভাপতি হুমায়ুন কবির, সহ-সাধারণ সম্পাদক এম মোফাজ্জেল, কোষাধ্যক্ষ সুখেন্দু এদবর, পাঠাগার সম্পাদক কেএম নয়ন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আরিফিন তুষার, ক্রীড়া সম্পাদক পদে খান রুবেল নির্বাচিত হন। কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন এম জহির, কমল সেনগুপ্ত, আব্দুর রাজ্জাক ভূঁইয়া, পুলক চ্যাটার্জি, সুমন চৌধুরী ও শাহিন হাসান।

Leave A Reply

Your email address will not be published.