Take a fresh look at your lifestyle.

শান্ত মাথায় লঙ্কা জয় করল দাপুটে আফগানরা

৩৪৫

 অনলাইন ডেস্ক:: বল হাতে দারুণ পারফর্মের পর ব্যাট হাতে দুর্দান্ত করেছে আফগানিস্তান। হাশমাতুল্লাহ শহিদী ও আজমাতুল্লাহ ওমরজাই’র ব্যাটিং দৃঢ়তায় শ্রীলঙ্কাকে ৭ ইউকেটে হারিয়েছে আফগানরা।

২৪২ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই রাহমানুল্লাহ গুরবাজকে হারায় আফগানিস্তান। ০ রানে গুরবাজ ফিরলেও ইব্রাহিম জাদরানকে নিয়ে হাল ধরেন রহমত শাহ। তাদের ৭৩ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় আফগানরা।

জাদরানের বিদায়ের পর রহমত শহিদীর সাথে ৫৮ রানের জুটি গড়েন। রহমত সাজঘরে ফিরলে শক্ত হাতে দলের হাল ধরেন শহিদী ও ওমরজাই। তাদের শতক পেরোনো জুটির দৃঢ়তায় ধীরে ধীরে ম্যাচ থেকে সরে যেতে থাকে লঙ্কানরা।

 

শুরুতে ব্যাট করে ১০ উইকেট হারিয়ে ২৪১ রান তুলেছিল শ্রীলঙ্কা। আফগানদের হয়ে ফজলহক ফারুকী নিয়েছেন সর্বোচ্চ ৪ উইকেট।

Leave A Reply

Your email address will not be published.