Take a fresh look at your lifestyle.

রাজনীতিতে টেস্ট ম্যাচের মতো খেলতে হবে

২২৮

নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাতীয় ক্রিকেট দলের এই অধিনায়ক। বুধবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে শপথ নেন মাগুরা-১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য সাকিব। শপথবাক্য পাঠ করান একাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

শপথ নেওয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিব বলেন, ‘দীর্ঘমেয়াদি কাজ করার যদি সুযোগ পাই, যদি সুযোগ হয় তাহলে সেভাবে কাজ করে যেতে চাই। মানুষ যেভাবে ভালবেসেছে সেটার প্রতিদান দেওয়ার চেষ্টা করব। দীর্ঘ সময়ের ব্যাপার। টেস্ট ম্যাচের মতো মনে করে খেলতে হবে। সেজন্য আমি প্রস্তুত আছি।’

এ সময় আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে টাইগার অধিনায়ক বলেন, রাজনীতির মাঠে নাম্বার ওয়ান আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার জায়গা কেউ নিতে পারবে না। তার থেকে শিক্ষা নিয়ে যদি আমি কাজ করতে পারি, আমার মনে হয় সেটাই আমার জন্যে যথেষ্ট হবে। একইসঙ্গে কোনো দায়িত্ব এলে সেটা পালনেও আমি সর্বোচ্চ চেষ্টা করব।

 

Leave A Reply

Your email address will not be published.