Take a fresh look at your lifestyle.

মিছিলে মিছিলে জনস্রোত বঙ্গবন্ধুকন্যার জনসভায়

৩৩৪

অনলাইন ডেক্স: নিরাপত্তার চাদরে ঘেরা ব‌রিশাল এখন মি‌ছি‌লের নগরে পরিণত হ‌য়ে‌ছে। শুক্রবার (২৯ ডি‌সেম্বর) বিকেলে নগ‌রের বঙ্গবন্ধু উদ‌্যা‌নে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী  শেখ হা‌সিনার জনসভায় যোগ দি‌তে সকাল ৯টা থে‌কেই নেতাকর্মীরা বি‌ভিন্ন সড়‌কের মো‌ড়ে জ‌ড়ো হ‌তে থা‌কেন।

সকাল ১০টার পর থে‌কেই মি‌ছিল নিয়ে‌ নেতাকর্মীরা বঙ্গবন্ধু উদ‌্যা‌নে প্রবেশ কর‌তে শুরু ক‌রেন। জনসভা মঞ্চের সাম‌নের ‌নির্ধারিত অং‌শে নিরাপত্তা গেট দি‌য়ে নেতাকর্মী ও জনসাধারণকে প্রবেশ করতে দেওয়া হয়। পরে বেলা ১১টা ৪০ মি‌নি‌টে জাতীয় সংগী‌তের মাধ‌্যমে সাংস্কৃ‌তিক অনুষ্ঠা‌ন শুরু হয়।

মি‌ছিল নিয়ে‌ নেতাকর্মীরা বঙ্গবন্ধু উদ‌্যা‌নে প্রবেশ

এদিকে শেখ হা‌সিনার আগমন‌কে ঘি‌রে চারিদিকে সাজ সাজ রব। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর ঘিরে সর্বত্র উৎসবের আমেজ। সরেজমিনে দেখা যায়, জনসভাস্থলমুখী মি‌ছিলগু‌লো‌তে নানা রঙের শাড়ি পরা নারী ও টুপি পরা পুরুষ‌দের উপস্থিতিতে বর্ণিল হয়ে উঠেছে সড়কগু‌লো।

প্রধানমন্ত্রীর ভাষণের জন্য বঙ্গবন্ধু প্রস্তুত রয়েছে সভামঞ্চ। ব‌রিশাল বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীরা সমাবেশস্থ‌লে আসছেন।

দীর্ঘ প্রায় পাঁচ বছর পর বরিশাল সফরে এসেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা থেকে সড়ক পথে শুক্রবার দুপুরে বরিশালে এসে পৌঁছান তিনি। বিকেল ৩টার দিকে নগ‌রের বঙ্গবন্ধু উদ‌্যা‌নে জেলা ও মহানগর আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রয়েছেন তার ছোট বোন শেখ রেহানা।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে পুরো ব‌রিশা‌লে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার জিহাদুল কবির জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নগরজুড়ে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।Fb

: নিরাপত্তার চাদরে ঘেরা ব‌রিশাল এখন মি‌ছি‌লের নগরে পরিণত হ‌য়ে‌ছে। শুক্রবার (২৯ ডি‌সেম্বর) বিকেলে নগ‌রের বঙ্গবন্ধু উদ‌্যা‌নে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী  শেখ হা‌সিনার জনসভায় যোগ দি‌তে সকাল ৯টা থে‌কেই নেতাকর্মীরা বি‌ভিন্ন সড়‌কের মো‌ড়ে জ‌ড়ো হ‌তে থা‌কেন।

এদিকে শেখ হা‌সিনার আগমন‌কে ঘি‌রে চারিদিকে সাজ সাজ রব। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর ঘিরে সর্বত্র উৎসবের আমেজ। সরেজমিনে দেখা যায়, জনসভাস্থলমুখী মি‌ছিলগু‌লো‌তে নানা রঙের শাড়ি পরা নারী ও টুপি পরা পুরুষ‌দের উপস্থিতিতে বর্ণিল হয়ে উঠেছে সড়কগু‌লো।

প্রধানমন্ত্রীর ভাষণের জন্য বঙ্গবন্ধু প্রস্তুত রয়েছে সভামঞ্চ। ব‌রিশাল বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীরা সমাবেশস্থ‌লে আসছেন।

দীর্ঘ প্রায় পাঁচ বছর পর বরিশাল সফরে এসেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা থেকে সড়ক পথে শুক্রবার দুপুরে বরিশালে এসে পৌঁছান তিনি। বিকেল ৩টার দিকে নগ‌রের বঙ্গবন্ধু উদ‌্যা‌নে জেলা ও মহানগর আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রয়েছেন তার ছোট বোন শেখ রেহানা।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে পুরো ব‌রিশা‌লে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার জিহাদুল কবির জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নগরজুড়ে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.