বাজার নিয়ন্ত্রণে বরিশালের চালের আড়তে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার ৮ জানুয়ারি বেলা ১২টায় নগরীর ফরিয়াপট্টি চালের আড়তগুলোতে অভিযান চালানো হয়। অভিযানে কাউকে জরিমানা না করা হলেও ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক অপূর্ব অধিকারী বলেন, জানিয়েছে বাজারে চালের দাম বৃদ্ধির খবরে অভিযান পরিচালনা করা হয়েছে। ব্যবসায়ীদের মধ্যে কিছু কিছু ত্রুটি ধরা পড়েছে। যেমন বিক্রির জন্য প্রদর্শিত মূল্য তালিকার সঙ্গে ভাউচারের মিল নেই। প্রাথমিকভাবে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে। এসব ব্যবসায়ীদের নিয়ে বৃহস্পতিবার সভা করা হবে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাজার ঘুরে জানা গেছে বরিশালের বাজারে ২৫ কেজির মিনিকেট চালের বস্তা ১০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৮৫০-১৯০০ টাকায়, বুলেট চাল বস্তায় ৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১২৮০-১৩০০ টাকায়, পাইজাম বস্তায় ১০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৪০০ টাকায়। এ ছাড়া আটাশ বালাম ১৪৬০ টাকায় বিক্রি হচ্ছে।