Take a fresh look at your lifestyle.

বরিশাল দূর্গাসাগর দিঘীতে পুণ্যস্নান অনুষ্ঠিত

বরিশালের দূর্গা সাগর দিঘীতে হিন্দুধর্মালম্বীদের অষ্টমী পুণ্য স্নানোৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছর চৈত্র মাসের অষ্টমী তিথিতে সনাতন ধর্মালম্বীরা পাপমুক্ত হওয়ার কামনায় এই স্নানে মিলিত হন।
শনিবার ৫ এপ্রিল ভোর থেকে দিনব্যাপী বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের দূর্গা সাগর দিঘীতে অনুষ্ঠিত স্নানোৎসবে আসতে শুরু করেন পুণ্যার্থীরা। হাজার হাজার পুন্যার্থীদের সমাগমে মিলন মেলায় পরিণত হয় দূর্গা সাগর পাড়।
 ঐতিহ্যবাহী দূর্গা সাগর স্নানের পরে ব্রাহ্মণরা মন্ত্র পড়িয়ে পূন্যার্থীদের পাপ মোচন করান। এমন বিশ্বাসেই যুগ যুগ ধরে বরিশালের দূর্গা সাগরে মিলিত হয় পূন্যার্থীরা।
স্নানোৎসবে আসা ব্রাম্মন রতন ঠাকুর বলেন, হিন্দু ধর্মালম্বীদের মতে এখন থেকে ৫শ’ বছর পূর্বে রাজা সতীন্দ্র নারায়ন রায়ের পূর্বের বাংলার বার ভূইয়ার এক ভূইয়া রাজা কন্দপ নারায়ন রায় ও মাধব নারায়নের বাংলার চন্দ্রদ্বীপ এর রাজধানী এই মাধপপাশা গ্রামে ছিল। পরে রাজা মাধপ নারায়ন রায়ের নাম অনুসারে নাম হয় মাধপপাশা গ্রাম।
বরিশাল থেকে স্নান করা পূর্নার্থী অন্তর দাস বলেন, পরিবার পরিজন নিয়ে স্নান করতে এসেছি । এখানে স্নান করলে মনের মধ্যে অন্য রকম এক শান্তি বিরাজ করে।
এদিকে তীর্থস্নান উপলক্ষে প্রতি বারের মতো এ বছরও আয়োজন করা হয়েছে  লোকমেলা। গ্রামীন মেলায় নাগোরদোলা, চরকিসহ বিভিন্ন ধরনের মিষ্টির দোকান,নানান আসবাবপত্রের দোকান বসেছে মাঠজুড়ে।

Leave A Reply

Your email address will not be published.