Take a fresh look at your lifestyle.

বরিশালে বিভিন্ন নদীতে ১২ লাখ টাকা মূল্যের জাটকা ধরার জাল জব্দ

৩৭৪

বরিশালে বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে অবৈধ জাল জব্দ করা হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন হিজলা উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম।

এর আগে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার মেঘনা নদীর শাখা নদীর লালখারাবাদ থেকে একটি চর ঘেরা জাল কয়েকশত খুঁটি সহ জব্দ করা হয়।

অপরদিকে মেহেন্দীগঞ্জ উপজেলার কালাবদর ও মেঘনার শাখা নদীর মিলন স্থল (মোহনা) থেকে ১২ লাখ টাকা মূল্যের জাটকা ধরার পাই জাল জব্দ করা হয়। পরে এ জাল ও খুঁটি পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ অভিযানে মৎস্য অধিদপ্তর হিজলা ও মেহেন্দীগঞ্জের কর্মকর্তা এবং কোস্টগার্ড হিজলার কন্টিনজেন্ট কমান্ডার মো. আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন

Leave A Reply

Your email address will not be published.