কয়েক দিন বয়সী প্রতিবন্ধী ছেলে নবজাতককে গভীর রাতে বরিশাল নগরীর সড়কে ফেলে গেছেন স্বজনরা।
শনিবার (২২ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে ত্রিশ গোডাউনের সিঙ্গারা পয়েন্টে এ ঘটনা ঘটেছে। বর্তমানে শিশুটি বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। তিনি বলেন, নবজাতককে ফেলে যাওয়ার সময় নবজাতকের সঙ্গে একটি তোয়ালেসহ একটি ঝুড়ি ও বাচ্চাদের দুধ খাওয়ার ফিডার পাওয়া গেছে। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিভাবকদের সনাক্তের চেষ্টা চলছে।
সম্পর্কিত পোস্ট
স্থানীয়রা জানান, গভীর রাতে ওই এলাকায় নবজাতককে দেখতে পান রুহুল আমিন নামে একজন ব্যক্তি। এরপর ওই ব্যক্তি শিশুটিকে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক জানিয়েছেন পিঠ ও পায়ের গঠন দেখে ধারণা করা হচ্ছে শিশুটি প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণেই হয়তো নবজাতককে রাস্তায় ফেলে গেছেন স্বজনরা। উন্নত চিকিৎসার মধ্যদিয়ে শিশুটিকে সুস্থ করা সম্ভব বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বরিশাল কোতয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, শিশুটি বর্তমানে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।##