Take a fresh look at your lifestyle.

বরিশালে জামায়াতের বিক্ষোভ

১৯

জামায়াত নেতা এটিএম আজাহারুল ইসলামের মুক্তির দাবিতে বরিশাল নগরীতে প্রতিবাদী সমাবেশ ও বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। মঙ্গলবার বিকেলে নগরীর অশ্বিনী কুমার হল চত্ত্বরে বিক্ষোভ সমাবেশ হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি মুয়াযযম হোসাইন হেলাল। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ দ্বিতীয় বারের মত স্বাধীন হলেও বৈষম্য এখনো দূর হয়নি। জামায়েত ইসলামী বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করলেও তাদের ব্যাপারে চরম বৈষম্য করা হচ্ছে। চরম জুলুম করা হয়েছে এটিএম আজহারুল ইসলামের উপর। যুদ্ধাপরাধ নামের তথাকথিত মিথ্যা মামলায়, নাটকীয় সাজার রায় দেওয়া হয়েছে। মিথ্যা রায়ের বিরুদ্ধে আপিল করা হয় কিন্তু আওয়ামী কোর্টে তার ফাঁসি বহাল থাকে। ফ্যাসিস্টরা যে রায় দিয়েছিলো, সেই রায় এখনো কীভাবে কার্যকর থাকে সে প্রশ্ন করেন তিনি।
এ সময় মুয়াযযম হোসাইন হেলাল এটিএম আজহারুল ইসলামের মুক্তি ও জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছে।

বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন বাবর সমাবেশে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন কেন্দ্রীয় শুরা সদস্য একেএম ফখরুদ্দিন খান রাজি ও বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার।

মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাফেজ আতিকুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল মান্নান, মহানগর জামায়াতের নায়েব আমির মাহমুদ হোসাইন দুলাল, সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, ইসলামি ছাত্রশিবিরের বরিশাল মহানগর সভাপতি রিয়াজুল ইসলাম, বরিশাল বিশ্ববিদ্যালয় সভাপতি আমিনুল ইসলাম, বরিশাল জেলা সভাপতি আকবর হোসেন।

আরও উপস্থিত ছিলেন মহানগরীর নায়েব আমীর হোসাইন ইবনে আহমেদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, হাফেজ হাসান আতিক, তারিকুল ইসলাম কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, মাওলানা জয়নুল আবেদিন, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা শফিউল্লাহ তালুকদার, অধ্যাপক মাহফুজুর রহমান আমিন, মুহাম্মদ জাফর ইকবাল,শামীম কবির, মোস্তাফিজুর রহমান, অধ্যাপক আনোয়ার হোসাইন, অধ্যাপক সুলতানুল আরেফিন,মুজিবুর রহমান,মোয়াজ্জেম হোসেন হাওলাদার, অ্যাডভোকেট আবুল খায়ের শহিদ বরিশাল মহানগর শিবিরের সেক্রেটারি হাসান নাইম, জেলা সেক্রেটারি সাঈদ আহমেদ প্রমুখ।

সমাবেশ শেষ একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে নগরের সদররোড, কাকলীর মোর, ফজলুল হক এভিনিউ, সিটি কর্পোরেশন, চকবাজার, বাজার রোড, নাজিরের পুল, জেলখানা মোড় হয়ে অশ্বিনী কুমার হলের সামনে এসে শেষ হয়।

Leave A Reply

Your email address will not be published.