Take a fresh look at your lifestyle.

ঝালকাঠিতে কৃষকদের নিয়ে তারুণ্যের উৎসব

৩৭
তারুণ্যের উৎসব উপলক্ষ্যে ঝালকাঠি জেলার বিভিন্ন স্থান থেকে আগত প্রায় এক হাজার কৃষক-কৃষানির অংশগ্রহণে কৃষকের আনন্দ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কৃষকদের আনন্দ এই অনুষ্ঠান ছিল ব্যতিক্রমী, জমজমাট ও মজার সব খেলাধুলায় ভরপুর।

বৃহস্পতিবার দুপুরে স্থানীয় ইকোপার্কে তারুণ্যের উৎসবে ‘কৃষকের আনন্দ’ নামে এই ব্যতিক্রমী অনুষ্ঠানের উদ্বোধন করেন বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ রায়হান কাওসার।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ সোহরাব হোসেন, জেলা প্রশাসক আশরাফুর রহমান, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম।

আনন্দ অনুষ্ঠানে খেলাধুলার মধ্যে কৃষক-কৃষাণীদের বউ সাজানো, কলাগাছে ওঠার খেলা, স্বামী-স্ত্রীর দৌড় ও হাস ধরাসহ নানা খেলার আয়োজন ছিল। অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃষক-কৃষানিরা জানান, তাদের নিয়ে জেলায় এ ধরনের অনুষ্ঠান আগে কখনো আয়োজন করা হয়নি। এই অনুষ্ঠান কৃষি কাজে তাদের আরও উজ্জীবিত করবে।

বিভাগীয় কমিশনার বলেন, এই অনুষ্ঠানের উদ্দেশ্য তারুণ্যকে প্রদর্শন করা এবং কৃষক ভাইদের মধ্যেও যে তারুণ্য রয়েছে তা বের করে আনা। সরকার তারুণ্যকে কাজে লাগিয়ে একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাইছে।

Leave A Reply

Your email address will not be published.