Take a fresh look at your lifestyle.

কীর্তনখোলা নদী তীরে ববি শিক্ষার্থীদের পাঠদান কর্মসূচি ‘আমরা করব জয়’

২২

অধিকারবঞ্চিত শিশুদের শিক্ষা কার্যক্রম থেকে ঝড়ে পড়া ঠেকাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) একদল শিক্ষার্থীর উদ্যোগে চালু হয়েছে সাপ্তাহিক পাঠদান কর্মসূচি ‘আমরা করব জয়’।

নগরীর কীর্তনখোলা নদীতীরের চাঁনমারি সংলগ্ন কলোনীর শতাধিক শিশুশিক্ষার্থীকে নিয়ে এ কার্যক্রম শুরু করেছে ববির সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘পদাতিক’। প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এ পাঠদান কার্যক্রম।

পাঠগ্রহণে আগ্রহী করতে অ্যাকাডেমিক কার্যক্রমের পাশাপাশি শিশুদের নিয়ে গান, কবিতাসহ গল্পের আসরের আয়োজন করা হয়ে থাকে। পাশাপাশি এ সংগঠন থেকে বিনামূল্যে প্রদান করা হচ্ছে শিক্ষা উপকরণ। ববি শিক্ষার্থীদের হাত খরচ থেকে বাঁচানো টাকায় এ কার্যক্রম চলছে বলে জানান পদাতিকের সভাপতি ভূমিকা সরকার।
কলোনির বাসিন্দা ও এক শিশু শিক্ষার্থীর অভিভাবক মনোয়ারা বেগম বলেন, নানান কারণে আমাদের সন্তানদের শিক্ষা গ্রহণ বাধাগ্রস্ত হয়ে থাকে। তাই অধিকাংশ শিশুরাই অল্প বয়সে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। এ অবস্থার মধ্যে ববি শিক্ষার্থীদের পরিচালিত এ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে পড়ানো হচ্ছে। এ কারণে বাচ্চারা খেলতে গিয়ে বই পড়ছে। এ কার্যক্রম নিয়মিত পরিচালিত হলে কলোনির শিশুরা পড়াশুনায় আরও আগ্রহী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ববি শিক্ষার্থী ও পদাতিকের সভাপতি ভূমিকা সরকার বলেন, সমাজের অধিকার বঞ্চিত শিশু শিক্ষার্থীদের ঝড়েপড়া রোধ করে যথাযথ শিক্ষা প্রদানের জন্য আমাদের এ উদ্যোগ। অবসর সময়ে আড্ডা না দিয়ে নাগরিক দায়িত্ববোধের জায়গা থেকে আমরা এ স্কুল পরিচালনা করছি।


বরিশাল জেলা সমাজসেবার কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ বলেন, পদাতিকের উদ্যোগে অধিকার বঞ্চিত শিশুদের পাঠদানের এ কার্যক্রম সমাজের দৃষ্টান্ত। এ কার্যক্রমকে আরও গতিশীল করতে সমাজের সচেতন নাগরিকদের এগিয়ে আসা উচিত। পদাতিকের সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

 

Leave A Reply

Your email address will not be published.