Take a fresh look at your lifestyle.

আইপিএল খেলতে ৩ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সাকিবের যোগাযোগ

২৬

বোলিং করার অনুমতি পেয়েই আইপিএল খেলতে তোরজোড় চালাচ্ছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এমন খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন।

শনিবার (২২ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে গণমাধ্যমটি জানায়, আইসিসি থেকে সুখবর মিলতেই আইপিএল খেলতে মরিয়া হয়ে উঠেছেন এই অলরাউন্ডার। ইতোমধ্যে তিনটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গেও তিনি যোগাযোগ করেছেন।

উল্লেখিত সেই তিনটি ফ্র্যাঞ্চাইজি হলো– রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দরাবাদ। এই দলগুলোর সঙ্গে যোগাযোগের কারণ হিসেবে বলা হয়েছে, দলগুলোর স্পিন বিভাগ তুলনামূলকভাবে দুর্বল।

ফ্রাঞ্চাইজিগুলোও সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে আশ্বাস দিয়েছেন। তবে যেহেতু নিলামে দল পাননি, তাই সাকিবকে অপেক্ষায় থাকতে হবে। অর্থাৎ এই তিন ফ্র্যাঞ্চাইজিতে সাকিবের ঢোকা আপাতত কঠিন। যদি কেউ চোটে পড়েন এবং বদলি হিসেবে দলটি সাকিবকে উপযুক্ত মনে করেন, তবেই আইপিএলে দেখা যেতে পারে সাকিবকে!

উল্লেখ্য, বোলিং অ্যাকশনের ত্রুটি সারতে দুবার পরীক্ষা দিয়ে ব্যর্থ হয়েছিলেন সাকিব। দেশের ক্রিকেট থেকে দূরে থাকা টাইগার এই অলরাউন্ডারের জন্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পথ খোলা আছে। বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞা কেটে যাওয়ায় এখন আবারও অলরাউন্ডার হিসেবে সাকিব খেলতে পারবেন।

দেশের বাইরে থাকা সাকিব টেস্ট থেকে অবসর নিয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার খেলার কথা ছিল। কিন্তু নানা জটিলতার কারণে সেটি হয়নি। আপাতত বাংলাদেশ জাতীয় দলেও তার ফেরা অনেকটা কঠিন হয়ে আছে। এরমাঝে আইসিসি নিষিদ্ধ করেছিল সাকিবের বোলিং।

Leave A Reply

Your email address will not be published.