Take a fresh look at your lifestyle.

শ‌নিবার ঢাকায় আস‌ছেন ব্রিটিশ পার্লামেন্টের ৪ সদস্য

৩৬১

ব্রিটিশ পার্লামেন্টের চার সদস্যের একটি প্রতি‌নি‌ধিদল  শ‌নিবার (২৭ জানুয়া‌রি) পাঁচ দি‌নের সফ‌রে বাংলা‌দেশ আস‌ছেন। তারা কক্সবাজারে রো‌হিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যা‌বেন।

শুক্রবার (২৬ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় সূ‌ত্রে এ তথ্য জানা গে‌ছে। মন্ত্রণাল‌য়ের এক কর্মকর্তা জানান, শ‌নিবার ব্রিটিশ পার্লামেন্টে চার সদস্য বাংলা‌দেশ সফ‌রে আস‌বেন। এ‌দের ম‌ধ্যে ব্রিটিশ কনজারভেটিভ পার্টি ও লেবার পা‌র্টির সদস্যও থাক‌বেন।

ব্রিটিশ পার্লামেন্টের সদস্যদের সফরসূচি সম্প‌র্কে এ কর্মকর্তা জানান, তারা রো‌হিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যা‌বেন। সি‌লেট ভ্রমণেরও কথা রয়ে‌ছে। প্রধানমন্ত্রী এবং স্পিকারের সাক্ষাৎ চাওয়া হ‌য়ে‌ছে। এগু‌লো এখনও চূড়ান্ত হয়‌নি।

এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ কর‌বেন। পার্লামেন্টের সদস্যদের সম্মানে বা‌ণিজ্য প্রতিমন্ত্রীর এক নৈশভোজ আয়োজন করার কথা র‌য়ে‌ছে।

Leave A Reply

Your email address will not be published.