Take a fresh look at your lifestyle.

বিশ্বমানের সেবা নিয়ে স্কিনকেয়ার ব্র্যান্ড বায়োজিন বরিশালে

৬৩

বরিশালে বিশ্বমানের সেবা নিয়ে স্কিনকেয়ার ট্রিটমেন্ট, অথেনটিক ডার্মো কসমেটিকস, এবং এক্সপার্ট ডক্টর কনসালটেশন এক ছাদের নিচে ১৭ তম শাখার যাত্রা শুরু করলো।

বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী বরিশাল নগরের বিবির পুকুরপাড় সংলগ্ন এল. এল. টাওয়ার, লেভেল ৪-এ বায়োজিনের শাখার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বায়োজিন কসমেসিউটিক্যালস-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ জাহিদুল হক সহ কোম্পানির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

নতুন শাখার উদ্বোধন উপলক্ষে বায়োজিন সীমিত সময়ের জন্য যেসব বিশেষ অফার দিচ্ছে তা হলো- সকল স্কিনকেয়ার ট্রিটমেন্টে ফ্ল্যাট ৫০% ছাড়, অথেনটিক ডার্মো কসমেটিকসে ফ্ল্যাট ৩০% ছাড় এবং ফ্রি ডক্টর কনসালটেশন ও নিউট্রিশনিস্ট কাউন্সেলিং।
ত্বক ও চুলের যেকোনো সমস্যার নির্ভরযোগ্য সমাধানের জন্য বায়োজিনের বরিশাল শাখায় অথেনটিক ডার্মো কসমেটিকস, ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট, চুল পড়া ও স্ক্যাল্পের সমস্যার জন্য সাইন্টিফিক হেয়ার ট্রিটমেন্ট; এক্সপার্ট ডাক্তারের পরামর্শে পার্সোনালাইজড স্কিন ও হেয়ার কেয়ার প্ল্যান; নিরাপদ ও কার্যকরী বিউটি সাপ্লিমেন্টস এবং স্মার্ট লাইফ স্টাইল প্রোডাক্টস, শিশুর ত্বকের যত্নে ইউরোপিয়ান ব্র্যান্ড বেবেল- এর অথেনটিক বেবি কেয়ার প্রোডাক্টস ইত্যাদি পাওয়া যাবে।

Leave A Reply

Your email address will not be published.