Take a fresh look at your lifestyle.

বরিশালে ১৭টি সরকারি কলেজে শিক্ষকদের কর্মবিরতি

৫৯২

বরিশাল বিভাগের ১৭টি সরকারি কলেজে শিক্ষকদের কর্মবিরতি শুরু হয়েছে। এর ফলে সব কলেজের ক্লাস কার্যক্রম বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার শুরু হওয়া এই কর্মবিরতি তিনদিন চলবে।

জানা গেছে, আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, সুপার নিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণ, অর্জিত ছুটি প্রদান, ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা অধিদপ্তরের নিয়োগবিধি বাতিল ও প্রয়োজনীয় পদসৃজন বিসিএস সাধারণশিক্ষা ক্যাডারের সকল ন্যায্য দাবি আদায়ে ৩ দিনের সর্বাত্মক কর্মবিতরতি শুরু করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি।

শিক্ষক নেতারা বলেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যে সরকার তাদের দাবিগুলো মেনে নেবে বলে তারা আশা করছেন। এরপরও দাবি আদায় না হলে কেন্দ্রীয় কমিটির সঙ্গে পরামর্শ করে আগামীতে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

Leave A Reply

Your email address will not be published.