Take a fresh look at your lifestyle.

প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি বরিশালে শিক্ষকদের

৩২৮

বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সাধারণ সম্পাদক ও ঢাকার যাত্রাবাড়ী সবুজ বিদ্যাপীঠ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কাওসার আহমেদকে সাময়িক বরখাস্তের প্রতিবাদে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় নগরীর সদর রোডে মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার নেতারা।

আঞ্চলিক শাখা শিক্ষক সমিতির সভাপতি সুনীল বরন হালদারের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. আবুল কালাম, যুগ্ম সম্পাদক আসাদুল আলম আসাদ, উপদেষ্টা অধ্যক্ষ মো. ফরিদুল আলম, উপদেষ্টা দাশ গুপ্ত আশিষ কুমার, উপদেষ্টা মো. তোফায়েল আহমেদসহ বিভিন্ন উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

পরে মানববন্ধন শেষে ওই সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেন শিক্ষক সমিতির নেতারা।

 

Leave A Reply

Your email address will not be published.