Take a fresh look at your lifestyle.

জয়ে বিপিএল শুরু বরিশালের

২৯৪

বিপিএলে নিজেদের প্রথম ম্যাচেই জয় পেয়েছে ফরচুন বরিশাল। রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছে তামিমের দল।

শুরুতে ব্যাট করে বরিশালকে ১৩৫ রানের টার্গেট দিয়েছিল রংপুর। দলটির হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন শামীম হোসেন। ১৯ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন মেহেদী হাসান।

মাঝারি পুঁজি নিয়ে লড়াই জমানোর চেষ্টা করেছিল রংপুর। কিন্তু তামিমের ২৪ বলে ৩৫ রানের ইনিংসে লড়াইয়ে টিকে যায় বরিশাল। এরপর মুশফিকুর রহিম, শোয়েব মালিক ও মাহমুদউল্লাহ রিয়াদের ছোটো ইনিংসে ভর করে পাঁচ বল হাতে রেখেই জয় তুলে নেয় বরিশাল।

রংপুরের হয়ে আঁটসাঁট বোলিং করেছেন দলটির অন্যতম তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। ৪ ওভারে ১৬ রান দিয়ে তিনি নিয়েছেন ২ উইকেট। হাসান মুরাদও ৪ ওভারে ১৭ রান করে নিয়েছেন ২ উইকেট।

Leave A Reply

Your email address will not be published.