Take a fresh look at your lifestyle.

কালো পতাকা মিছিল সফল করতে বরিশাল মহানগর বিএনপির প্রস্তুতি সভা

১৮২

৩০ জানুয়ারির কালো পতাকা মিছিল সফল করতে বরিশাল মহানগর বিএনপির বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

মহানগর বিএনপির আহবায়ক সদ্য কারামুক্ত মো. মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে ও মহানগর বিএনপির সদস্য সাইফুল আনাম বিপুর সঞ্চলনায় প্রস্ততি সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মাকসুদুর রহমান, সিনিয়র সদস্য আ ন ম সাইফুল আহসান আজিম, সদস্য আবদুল হালিম মৃধা ও আফরোজা খানম নাসরিন এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মাহবুবুর রহমান পিন্টুসহ অন্যান্যরা।

সভায় মহানগর বিএনপি আহবায়ক মো. মনিরুজ্জামান ফারুক বলেন, আমাদের আন্দোলন শেষ হয়ে যায়নি। জেল-জুলুমের ভয় পেলে চলবে না। সরকারের পতন না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় বিএনপি যখন যে কর্মসূচি দেবে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে। আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে মানুষের ভোটের অধিকারসহ গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।

Leave A Reply

Your email address will not be published.